আমার প্রিয় বাবা

 প্রিয় বাবা
 বাবা মনে পড়ছে তোমাকে

যখন দেখি কোন বাবা তার ছেলেকে

বুকে জড়িয়ে আদর করে ।

 

বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে

দু:খ , সুখ আর অসহায়ত্বরে সময়ে

তখন কাঁদি একা নীরবে ।

বাবা তোমার মত বন্ধু এখন পাইনা খুঁজে

আনন্দে কিম্বা বিপদে ,

কেউ দেয়না কোন উপদশ তোমার মত করে

বলেনা , ভয় নইে আছি পাশে,এগিয়ে চল সম্মুখে ।

কেউ করেনা আদর , দেয়না মাথায় হাত বুলিয়ে ।

khalid 


★আকাশের বুকে মেঘ জমেছে

ঘন কালো অন্ধকার

অস্তিত্বের টানাটানি

চলে গেল বসন্ত কাল।

নরকের মাঝে বেঁচে আছি

সড়কে বসবাস

বাবা চলে গেলে তুমি

অন্ধকার করেছে গ্রাস।

khalid



★বাবা, তুমি আছো অস্তিত্বজুড়ে

মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে, যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগে। তখন কারো পরামর্শ খুব জরুরী হয়ে উঠে। সে সময়ে পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হচ্ছেন- বাবা। স্বভাবগত গাম্ভীর্যের জন্য বাবার সাথে সবার ঘনিষ্ঠতা একটু কম থাকে। কিন্তু সে মানুষের আমাদের প্রতি ভালোবাসার কোন ঘাটতি থাকে না।

khalid


★বাবা আমি তোমাকে ভালোবাসি’- এই কথাটি কোনোদিন বলা হয় নি। বাবা, সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর মিস করি প্রতিনিয়ত। আমি একজন সাহসী ও বিপ্লবী মানুষের সন্তান, যার পরিচয় দিতে গর্বে বুকটা ভরে উঠে।


khalid

★একটা সময় কতোবার কল্পনা করেছি, বাবার মৃত্যু একটা দুঃস্বপ্ন মাত্র, যেকোনো সময় বাবা ফিরে আসবে। এখনো মাঝেমধ্যে স্বপ্ন দেখি, আমি আর বাবা হাঁটছি  গ্রামের কোন রাস্তা দিয়ে। প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করি। আমি সবসময় মনে করি বাবা ছাড়া আমি একজন অসম্পূর্ণ মানুষ।


★বাবা থাকলে যা কিছু হতো, যা শিখতাম, বাবার অবর্তমানে তা হয় নি আমার জীবনে। সবসময় মনে হয়, আমার মাথার উপর কোন বটবৃক্ষের ছায়া নেই। কিন্তু বুকের গভীরে কোথাও একটা স্মৃতিসৌধ আছে যার মুখোমুখি দাঁড়ালেই বাবাকে মনে পড়ে, দেখতে পাই সেই বটবৃক্ষকে যাকে ছাড়া আমি অসম্পূর্ণ।


★অনুভবে স্পর্শ করতে পারি তার অস্তিত্ব। বাবা খুব বিপদে ফেলে গেছেন আমাকে! তিনি মাকে বলে গিয়েছিলেন, তার ছেলে অনেক বড় মানুষ হবে। বাবা, মানুষ আজও হতে পারিনি, তবে তোমার ইচ্ছে পূরণে প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে মানুষ হওয়ার চেষ্টায় রত তোমার আসন্তান।

khalid



★আল্লাহ সম্ভবত তোমাকে খুব বেশী পছন্দ করেছিলেন, তাই তোমাকে তার কাছে নিয়ে গেলেন। আমাদেরকে এতিম করে। বাবা ডাকা হয়নি সেই অনেক দিন । আর হবেও না কোনদিন। আর কেউ কোন স্বান্তনা দেয়নি তোমার মত করে, সাহস দেয়নি তুমি যেমন দিতে, মাথায় হাত বুলায়নি তুমি যেমন বুলিয়েছিলে।

khalid


★বাবা, তুমি কেন চলে গেলে? প্রকৃতির এ নিষ্ঠুরতা আমি মানতে পারছি না, বাবা! প্রতিদিন নামাজের শেষে আমি তোমার শেখানো দোয়া দিয়েই তোমার জন্যে দোয়া করি। কি জানি, হয়ত তোমার মা-বাবার জন্যে দোয়া করে তুমিই সে শিক্ষা আমাদের দিয়ে ছিলে।


★বাবা, আজ তোমায় খুব মনে পড়ে, তোমার অভাব প্রতিটি মুহুর্ত, প্রতিটি কাজে, প্রতি অবস্থাতেই অনুভব করি আমার অস্তিত্বজুড়ে।


khalid


★বাবা

----------------------

আমি যতক্ষণ চোখ খুলে রাখি,

আমি যতক্ষণ বুক খুলে রাখি ,

আমি যতক্ষণ মন খুলে রাখি,

ততক্ষণই আমি অসহায় হয়ে থাকি,

ততক্ষণই আমি নির্বোধ হয়ে থাকি,

ততক্ষণই আমি নিঃস্ব হয়ে থাকি।।


★বাবা,

আমিতো জানতাম না এই মানবিক পৃথিবী

তুমি ছাড়া মুহূর্তে অমানবিক হয়ে যাবে,

আমিতো জানতাম না তোমার মত ভরষার বুক

আমার পৃথিবীতে আর এক ইঞ্চিও নেই।


kalid

★বাবা,

তুমি সব সময়ই বলতে “মানুষ হও”

আমিতো “মানুষ” হতে পারিনি,

আমিতো তোমার মত আমার সন্তানকে

বলার মত যোগ্য হইনি, যে বলবো ,”মানুষ হও”।

khalid

★বাবা,

প্রথম প্রথম সাকালে ঘুম ভাঙলে ভাবতাম,

হয়তো তুমি ডেকে বলবে, “নামাজ পড়েছিস”,

তারপর, একসময় দেখলাম কেউ আর ডাকেনা,

আগে তোমার ভয়ে সকালে ঘুম থেকে উঠতাম

এখন তোমার অভাবে ঘুম ভাঙে ।

khalid


★এক সময় আমি বুঝে গেছি

মৃত মানুষ কখনো ফিরে আসেনা,

মৃত মানুষ কখনো মন খারাপ করেনা,

মৃত মানুষ শুধু আপনজনদের বুকে

জীবন ভর হাহাকার হয়ে থাকে।

আমরা যারা বেচে থাকি তারা মন খারাপ করে

মৃত মানুষদের বুকে নিয়ে বেচে থাকি।

khalid




★প্রিয় বাবা


যখনই মনে পড়ে, বাবা তোমার কথা

কষ্টে আমার বুক ফাটে, আর হবে না দেখা!


তুমি ছিলে আমার, সবচেয়ে বড় আপন

আমায় নিয়ে তুমি, দেখেছ কতো স্বপন!

khalid


ছোট্ট বেলার স্মৃতিগুলো, কাঁদায় আমায় বেশী

বাবা তোমায় আজো ভীষন ভালবাসি।


আজকে তুমি নাই,ভীষন একা লাগে,

ঘরে ফিরেই তুমি, খোকার খবর নিতে আগে।


কই রে আমার খোকা, আয় রে আমার কোলে

সেই বাবাকে কেমনে, আমি যাবো ভূলে।


আমার সুখের জন্য, ঝড়াইতেন শত ঘাম

শোধ হবে না কখনও, তোমার সেই ঘামের দাম!

khalid

কপালে চুমু দিয়ে, মিষ্টি হাসি দিতেন…

তারপরে বাবা আমার, কোলে তুলে নিতেন।


কত দিন হয়ে গেল, দেখি না বাবার মুখ

আজও ভূলতে পারি নি, বাবা হাড়ানোর শোক।


তোমার উপমা তুমি,, নয় ত কেউ সমান….

khalid

আজকে আমি হাড়ে হাড়ে, পাচ্ছি তার প্রমান।


লিখতে গিয়ে চোখের কোনায়,পানি টলমল

বাবার সব স্মৃতি, চোখে ভাসে জ্বলজ্বল।




khalid


★আমার প্রিয় বাবা

আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন

হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন ।

বাবা মানে মাথার ওপর শীতল কমল ছায়া,

বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।

khalid


বাবা আমায় দেখাতে যে সত্য পথের আলো

বাবা আমায় বুঝিয়ে দিতে মন্দ আর ভালো ।

দেখলে বিপদ ঝাপিয়ে পরে আমার প্রিয় বাবা

আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা ।


আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে

তোমার কথা মনে করে অশ্রু চোখের কোনে ।

খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়

সেগুলো তো সৃতি শুধু এখন মনের পাতায় ।

আজও আমার মনে পরে হাতটি তোমার ধরে

ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভোরে ।

khalid

তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা

পাইনা খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা ।

শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা

দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা ।

এখন আমি খুজি তোমায় ওই আকাশের তারায়

দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই ।


আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে

অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দিলে ।

হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা

khalid


★বাবা মানে

বাবা মানে শাসন-বারণ

বাবা ভয়ের বাসা,

বাবা মানে আড়ালে থাকা

নীরব ভালোবাসা।

বাবা মানে বটবৃক্ষ,

নিদাঘ সূর্য তলে,

বাবা মানে সবুজ ছাতা

হঠাৎ বৃষ্টি এলে।

বাবা মানে নির্ভরতা

নিরাপত্তার চাদর,

বাবা মানে ঘুমিয়ে গেলে

গোপনে চুমু-আদর।

khalid

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে মানুষটি আপনাকে পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করে কাঁদে তকে কখনো কাঁদাইওনা

 যে মানুষটি আপনাকে পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করে কাঁদে  তকে কখনো কাঁদাইওনা 0 0 0 0 more